রাবিপ্রবি ডিবেটিং সোসাইটি’র সাংগঠনিক সপ্তাহ-২০২৫ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

Publish Date: 04 Nov 2025 04:46:27 AM

রাবিপ্রবি ডিবেটিং সোসাইটি’র সাংগঠনিক সপ্তাহ-২০২৫ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাবিপ্রবি ডিবেটিং সোসাইটি’র সাংগঠনিক সপ্তাহ-২০২৫ উপলক্ষে আজ ০৩ নভেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রোজ সোমবার দুপুর ০২:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বিশেষ কর্মশালায় ‘Ethics and Morals’ বিষয়ে বক্তব্য রাখেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদেরকে শিক্ষা ও পেশাগত জীবনে নীতি-নৈতিকতা মেনে সামাজিক দায়িত্ব পালনের আহবান জানান। তিনি ব্যক্তি জীবনে নৈতিকতা চর্চায় সততা, পারস্পরিক সম্মান, আনুগত্য, ন্যায্যতা, সমতা ও অনুরুপ গুণাবলী নিজেদের মধ্যে প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন যা সমাজ-পরিবার-রাষ্ট্র গঠনে বিশেষ ভূমিকা রাখবে। আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যত নাগরিক। নাগরিক দায়িত্ব পালনে এগুলো বিশেষ নিয়ামকের ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদেরকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রেখে তাদের জীবনে রোল মডেল নির্বাচন ও অনুসরণ করে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেন। বির্তাকিকদেরকে বির্তক চর্চায় নীতি-নৈতিকতা ও মূল্যবোধ মেনে যুক্তি ও তথ্য উপস্থাপন করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

উক্ত কর্মশালায় রাবিপ্রবি ডিবেটিং সোসাইটি’র সভাপতি হিসেবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জনাব মোঃ আয়নুল ইসলাম বক্তব্য রাখেন এবং রাবিপ্রবি ডিবেটিং সোসাইটি’র কার্যনির্বাহী সদস্য ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জনাব আমাতুল্লাহ ফারাবী ঈশা সঞ্চালনা করেন। কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।