রাবিপ্রবি’তে Management Business Society এর উদ্যোগে ‘From Campus to Career’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Publish Date: 03 Nov 2025 10:57:13 AM

রাবিপ্রবি’তে Management Business Society এর উদ্যোগে ‘From Campus to Career’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে Management Business Society (MBS) এর আয়োজনে ও Edulife IT Institute, Khagrachari এর সহযোগিতায় আজ ০২ নভেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রোজ রবিবার সকাল ১০:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে ‘From Campus to Career’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। তিনি তাঁর বক্তব্যে স্বনামধন্য বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবন কাহিনী তুলে ধরে শিক্ষার্থীদেরকে বিভিন্ন সেক্টরে ক্যারিয়ার গড়ার আহবান জানান। তিনি বলেন, যেকোনো ক্যারিয়ারে তিনটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গকে- অন্তর্ভুক্তি (Affiliation), স্বাধীনতা (Freedom) এবং প্রাধিকার (Authority) বিষয়ে গুরুত্ব দিতে হবে। যে চাকরিতে এই তিনটি জিনিস থাকবে, সেসকল চাকরি স্বাচ্ছন্দ্য ও মর্যাদাপূর্ণ হবে। শিক্ষার্থীদেরকে তাদের বিষয়ভিত্তিক জ্ঞান বৃদ্ধির সাথে সাথে Analytical Skill, Critical Thinking Skill, Communication Skill উন্নত করার আহবান জানান। দক্ষতার ঘাটতিসমূহ শনাক্ত করে সেগুলো কাটিয়ে উঠে নিজের দক্ষতা, যোগ্যতা ও সততা দিয়ে ক্যারিয়ারে সফল হওয়ার আহবান জানান। এছাড়াও ক্যারিয়ারে ওয়ার্ক-লাইফ ও ইমোশনাল ব্যালেন্স থাকার বিষয়ে তিনি আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদেরকে নিজেদের যে পেশায় আগ্রহ ও দক্ষতা আছে, তা বেছে নেওয়ার জন্য উৎসাহিত করেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির, ম্যানেজমেন্ট অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেন এবং ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সূচনা আখতারসহ ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত সেমিনারে ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটি’র সভাপতি হিসেবে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জনাব সৈকত বৈদ্য বক্তব্য রাখেন এবং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জনাব রবিউল কাউসার সঞ্চালনা করেন।

উক্ত সেমিনারে Edulife IT Institute, Khagrachari এর সিইও জনাব আমির হোসেন রোজেলসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।