রাবিপ্রবি’তে ‘এয়ার টিকেট রির্জাভেশন ও টিকেটিং’ সংক্রান্ত কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

Publish Date: 30 Oct 2025 10:35:44 AM

রাবিপ্রবি’তে ‘এয়ার টিকেট রির্জাভেশন ও টিকেটিং’ সংক্রান্ত কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগ ও Sabre Travel Network Limited Bangladesh এর যৌথ আয়োজনে টিএইচএম এর শিক্ষার্থীদের জন্য   দুই দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালা শেষে আজ ৩০ অক্টোবর ২০২৫ খ্রিঃ তারিখ রোজ বৃহস্পতিবার দুপুর ০২:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে “Sabre Global Distribution System for Airline Reservation and Ticketing” সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। মাননীয় ভাইস-চ্যান্সেলর যোগাযোগ দক্ষতার উন্নয়ন এবং ইতিবাচক আচরণ দিয়ে শিক্ষার্থীদেরকে তাদের পর্যটন শিল্পের অংশীজনদেরকে সেবা প্রদানে উৎসাহিত করেন। তিনি বলেন, রাঙ্গামাটি জেলা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্যকে দেশের মানুষের কাছে ইতিবাচকভাবে উপস্থাপন করতে হবে। বিদেশী পর্যটকদের কাছে রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতে হবে এবং তাদের এ অঞ্চলে ভ্রমণের জন্য প্রয়োজনীয় অনুকূল পরিবেশ, অবকাঠামো উন্নয়ন ও ভ্রমণে বিধি-বিধান শিথিল করার পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান। শিক্ষার্থীদের পর্যটন শিল্পের উন্নয়নে এবং পর্যটন শিল্পে ক্যারিয়ার গঠনে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করার জন্য উৎসাহিত করেন।

সনদপত্র বিতরণ অনুষ্ঠানে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান জনাব মোসা: হাবিবা সভাপত্বিত করেন এবং প্রভাষক জনাব মোঃ নাফিজ মন্ডল সঞ্চলনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব জি এম সেলিম আহমেদ, Sabre Travel Network Limited Bangladesh এর মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ সাহাবুল আলম ও সহকারী ব্যবস্থাপক (কাস্টমার সার্পোট এন্ড ট্রেনিং) জনাব মোঃ সাইফুল্লাহ রাব্বি। এছাড়াও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।