Publish Date: 28 Oct 2025 11:04:22 AM
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ২৮ অক্টোবর ২০২৫ খ্রিঃ তারিখ রোজ মঙ্গলবার দুপুর ০২:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে RMSTU Photography Club এর উদ্যোগে “Balancing Passion and Profession’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান অনলাইনে সংযুক্ত ছিলেন। প্রোগ্রামে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফটোগ্রাফিক অলিম্পিয়াড এর অ্যাম্বাসেডর ও রুপালী ব্যাংক পিএলসি এর এজিএম জনাব পিনু রহমান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির এবং সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী ও উক্ত ক্লাবের মডারেটর ও ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক জনাব মোঃ নাফিজ মন্ডল উপস্থিত ছিলেন।
সেমিনারে আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন ফটোগ্রাফার জনাব পিনু রহমান তার কর্মজীবনের পাশাপাশি তার শখের কাজ ফটোগ্রাফিতে কিভাবে সাফল্য অর্জন করেছেন তা নিয়ে আলোচনা করেন। পেশাগত জীবন ও সৃষ্টিশীল মানসের মধ্যে ভারসাম্য তৈরির প্রকৌশল এবং নিয়ম-কানুন বেড়াজাল ও শিল্পীসত্তার স্বাধীন চিন্তামগ্ন মনের আবেগ প্রকাশের মধ্যে যৌক্তিকবোধ তৈরির গল্প তিনি তার যাপিত জীবনের অভিজ্ঞতার আলোকে বর্ণনা করেন। তিনি ফটোগ্রাফির তাত্ত্বিক ও প্রায়োগিক দিকে এবং একটি ছবি বা সাবজেক্ট কিভাবে তৈরি করতে হয় তার অন্তরদৃষ্টি তৈরির উপাদান নিয়েও আলোচনা করেন। তিনি বলেন, জীবনকে যাপন নয় তাকে উদযাপন করতে শিক্ষতে হবে।
পরিশেষে তিনি তার দেশ-বিদেশে প্রশংসিত ও পুরস্কারপ্রাপ্ত ছবিগুলো প্রদর্শন করেন।