রাবিপ্রবিতে a2i এর উদ্যোগে Inspiring Role Model Talks for the Future Leaders in Stem বিষয়ক প্রোগ্রাম অনুষ্ঠিত

Publish Date: 27 Oct 2025 07:55:09 AM

রাবিপ্রবিতে a2i এর উদ্যোগে Inspiring Role Model Talks for the Future Leaders in Stem বিষয়ক প্রোগ্রাম অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ২৬ অক্টোবর ২০২৫ খ্রিঃ তারিখ রোজ রবিবার সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ a2i এর উদ্যোগে ‘Inspiring Role Model Talks for the Future Leaders in Stem’ বিষয়ক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

“Career Knows No Gender” এই স্লোগানকে সামনে রেখে SheStem- প্রকল্পটি নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় পরিচালিত হচ্ছে, যা পাঁচজন সম্মানিত কন্সর্টিয়াম অংশীদার - 10 মিনিট স্কুল, a2i, ডেভলার্ন কাউন্সেলিং, লাইটক্যাসল পার্টনারস এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ - এর একটি যৌথ প্রচেষ্টা। এই উদ্যোগের লক্ষ্য হল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং পাবলিক/বেসরকারি ব্যবসার মধ্যে ব্যবধান পূরণ করা - STEM ক্যারিয়ারে দক্ষতা, সম্পৃক্ততা, অংশগ্রহণ, ন্যায্যতা এবং অন্তর্ভুক্তি বৃদ্ধি করা। এর মূল লক্ষ্য হল STEM ক্ষেত্রগুলিতে আরও বেশি সংখ্যক নারীকে উৎসাহিত করা নয় বরং এই ক্ষেত্রগুলিতে তাদের ধারাবাহিক অগ্রগতি, ক্ষমতায়ন এবং সাফল্য নিশ্চিত করা।

প্রোগ্রামে প্রধান বক্তা হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান উপস্থিত ছিলেন। মাননীয় ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন, এই প্রোগ্রামের মাধ্যমে আমরা শিক্ষার্থীদেরকে উৎসাহিত করতে চাই। তিনি শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজের সাথে যুক্ত হয়ে তাদের মূল্যবান সময়কে কাজে লাগিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঠিক করে অগ্রসর হওয়ার আহবান জানান।

উক্ত প্রোগ্রামটির সার্বিক পরিচালনা করেন রাবিপ্রবি’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম।

সেমিনারে সম্মানিত বক্তাগণ হলেন- বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লি. এর মহাব্যবস্থাপক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান; a2i এর সিনিয়র কনসালটেন্ট (প্রধান কারিগরি উপদেষ্টা) জনাব মোহাম্মদ মাসুদুর রহমান; রহিমআফরোজ বাংলাদেশ লি. এর দলীয় মানবসম্পদ প্রধান জনাব রিফাত সুলতানা; কাউন্সেলর এবং মানসিক স্বাস্থ্য প্রাথমিক চিকিৎসা বিশেষজ্ঞ এবং জনাব মাইজুরা আইলিন আবদুল্লাহ; গ্রামীন ফোনের (জিপি) টেকনোলজি স্ট্রেটেজি এন্ড ট্রান্সফরমেশন ব্যবস্থাপক জনাব ফারাহ তানজিম এবং a2i, আইসিটি ডিভিশন এর লীড রির্সোস মবিলাইজেশন ও মডারেটের জনাব মোঃ শাহরিয়ার হাসান।

ড. ইমাদুর রহমান তাঁর বক্তব্যে স্যাটেলাইট নেটওয়ার্ক ও ফাইবার অপটিক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার কোলাবোরেশন নিয়ে আমরা কাজ করছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেনো রাঙ্গামাটির বেতবুনিয়া ভু-উপগ্রহ কেন্দ্রসহ আইসিটি সেক্টরের বিভিন্ন সরকারি দপ্তরে ইন্টার্নশিপ করা এবং এ নীতিমালা বাস্তবায়নের কাজ প্রক্রিয়াধীন এ কথা জানান। তিনি স্যাটেলাইট প্রযুক্তিকে কাজে লাগিয়ে গভীর সমুদ্রে মাছ ধরা জেলেদের জীবন রক্ষা ও আন্তর্জাতিক সীমারেখা মেনে চলার সম্ভাবনা সম্পর্কে বর্ণনা করেন। রিমোট সেন্সিং কাজে লাগিয়ে দেশে খাদ্যশস্য উৎপাদন, প্রাক্কলন ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে প্রযুক্তি ব্যবহারের বিষয়ে আলোচনা করেন।

জনাব ফারাহ তানজিম শিক্ষার্থীদের কাছে দেশের বৃহত্তম টেলিকম কোম্পানি গ্রামীণফোনের সাথে দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। কর্মজীবনে সফলতা পেতে শিক্ষার্থীদেরকে ASPIRE এর acronym- Adaptability , Strategy, People, I (ownself), Raise Others, Evolve- সমূহ মেনে নিজের কৌশলগত পরিবর্তন সাধন করে, নিজের প্রতি আত্ববিশ্বাস রেখে, অন্যদেরকে সাথে নিয়ে বিকশিত হওয়ার জন্য উৎসাহিত করেন। তিনি প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশে টেলিকমিউনিকেশন সেক্টরের 4G তে উত্তরণের বিভিন্ন পর্যায়সমূহ এবং বিশ্বে প্রযুক্তিগত উন্নয়নের বিভিন্ন দিক - machine learning, artificial intelligence এবং chatGPT এর ব্যবহার সম্পর্কে আলোচনা করেন।

জনাব রিফাত সুলতানা তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে Rahimafrooz Bangladesh Ltd. কোম্পানিতে নারী শিক্ষার্থীদেরকে ইন্টার্নশিপ ও কাজ করার সুযোগ সম্পর্কে ধারণা প্রদান করেন এবং সামাজিক বাঁধা অতিক্রম করে বিভিন্ন কর্পোরেট সেক্টরে সফল হওয়া ব্যক্তিদেরকে রোল মডেল ধরে নারী শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার আহবান জানান। তিনি LinkedIn এর প্রোফাইলে নিজেদের দক্ষতা ও কর্মঅভিজ্ঞতা তুলে ধরাসহ একটি আকর্ষণীয় সিভি তৈরি করার পরামর্শ প্রদান করেন।

জনাব মোহাম্মদ মাসুদুর রহমান তাঁর বক্তব্যে আইসিটি ডিভিশনের মাধ্যমে সরকারি বিভিন্ন দপ্তরের ২৭ টির অধিক প্রকল্প এবং ১৩ টি প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ করার সুযোগ এবং উদ্ভাবনী অ্যাওয়ার্ড সম্পর্কে তুলে ধরেন।

এই প্রকল্পটি বাংলাদেশে STEM ক্ষেত্রে নারীদের মাত্র ১৪% অংশগ্রহণ বিষয়টিকে গুরুত্ব দিয়ে নারীবান্ধব শিক্ষামূলক পরিবেশ তৈরি করে, নারী রোল মডেলদের প্রচার করে এবং শিক্ষাদান পদ্ধতি উন্নত করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে STEM ক্যারিয়ারে দক্ষতা, সম্পৃক্ততা এবং অন্তর্ভুক্তি বৃদ্ধি করার জন্য কাজ করছে। শিক্ষা এবং কর্মক্ষেত্র উভয় ক্ষেত্রেই গভীর লিঙ্গ বৈষম্যকে প্রতিফলিত করে, যা দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাকে ব্যাহত করে। গবেষণা থেকে জানা যায় যে STEM-এ আগ্রহী প্রায় অর্ধেক মেয়েই নারী রোল মডেলদের সাথে পরিচিত হয় না এবং ১৬ বছর বয়সে, মাত্র ২৫% মেয়ে বিজ্ঞানীদের নারী হিসেবে কল্পনা করে। গণিতে ছেলেদের এবং পড়া এবং গৃহস্থালির কাজে মেয়েদের পছন্দের সামাজিক পক্ষপাত অল্পবয়সী মেয়েদের মধ্যে আগ্রহ এবং আত্মবিশ্বাসের উল্লেখযোগ্য হ্রাস ঘটায়। এই প্রকল্পটি মাধ্যমে নারীকে ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার এবং দক্ষতা অর্জনে ক্ষমতায়ন করবে যার ফলে বাংলাদেশে লিঙ্গ সমতা বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

ফায়ারসাইড চ্যাটের উদ্দেশ্য হচ্ছে নারী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা ও অনুপ্রাণিত করার জন্য দক্ষ নারী STEM পেশাদারদের রোল মডেল হিসেবে উপস্থাপন করা। এছাড়াও শিল্প-শিক্ষার সাথে সংযোগ স্থাপন; শিক্ষা থেকে পেশাদার জীবনে STEM ক্যারিয়ার নেভিগেট করার জন্য অন্তর্দৃষ্টি এবং ব্যবহারিক পরামর্শ প্রদান করা; নেটওয়ার্কিং এর মাধ্যমে শিক্ষার্থী এবং পেশাদারদের মধ্যে নেটওয়ার্কিং ও কমিউনিটি গড়ে তুলা।

উক্ত প্রোগ্রামটি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।